বিএনসিসি ইজ স্টিল বেটার – পর্ব ১
যশোরে একটি এতিম বাচ্চার অটোরিকশা ছিনতাই করে তাকে ছুরিকাঘাত করে চলে যায় দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনা বিএনসিসিতে (বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর) ঘটে না বললেই চলে। তাই বলি, বিএনসিসি ইজ স্টিল বেটার। অবশেষে মারা গেল শাহিন মৃত্যুর আগে স্পষ্ট চিৎকার দিয়ে কিছু বলতে চেয়েছিলো ছেলেটি। কিন্তু ভেতরে ধীরে ধীরে নিথর হয়ে যাওয়া শরীরের সমস্ত শক্তি দিয়েও … Read more