সার্চ জায়ান্ট গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এবার একটি ভালো সপ্তাহ উদযাপন করতে যাচ্ছেন।
বুধবার তিনি কোম্পানিতে পদোন্নতি হিসেবে অবিক্রয়যোগ্য শেয়ার থেকে ৩৮ কোটি ডলার পেতে যাচ্ছেন।
বছরখানেক আগে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতির আগে তাকে এই শেয়ার দেয়া হয়েছিল। তখন তিনি গুগলের সহপ্রতিষ্ঠাতা লেরি পেজের বিভিন্ন দায়িত্ব গ্রহণ করেছিলেন।
ব্লুমবার্গ জানিয়েছে, সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে একটি বেসরকারি কোম্পানির নির্বাহী হিসেবে এটিই সবচেয়ে বেশি অর্থপ্রাপ্তি।
৪৫ বছর বয়সী পিচাই ২০০৪ সালে গুগলে যোগদান করেন। তিনি গুগলের ক্লায়েন্ট সফটওয়্যার, প্রোডাক্ট ম্যানেজমেন্টের দেখভাল করেন। গুগল ক্রোমেও কাজ করেন তিনি।
গুগল অপারেটিং সিস্টেম ও গুগল ড্রাইভেও পরে কাজ করেছেন এই প্রযুক্তিবিদ। এ ছাড়া তিনি জিমেইল ও গুগল মানচিত্রের মতো বিভিন্ন অ্যাপ্লিকেশনের উন্নয়ন তত্ত্বাবধান করেন।
২০১৪ সাল থেকে পিচাইকে প্রতি বছর গুগল ১০ কোটি ডলার অর্থ দিয়ে আসছে। তবে ২০১৭ সালে তাকে দেয়া অর্থের কথা এখনও প্রকাশ করা হয়নি।
সুন্দর পিচাই ও অঞ্জলি পিচাই দম্পতির ঘরে দুটি সন্তান রয়েছে। তিনি ক্রিকেট ও ফুটবল খেলতে ভালোবাসেন। এফসি বার্সেলোনার এই সমর্থক বলেন, দলের একটি খেলা দেখতেও তিনি ভোলেন না।