সেই উপস্থাপিকাকে একান্তে ডাকলেন এক ভক্ত। তিনি রাজি হলেন এক শর্তে! জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক তিনি। তাকে ডিনারে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন ভক্ত।
সোমবার রাতে টুইটারে মায়ান্তি ল্যাঙ্গারকে এ প্রস্তাব তার ভক্ত। ভক্ত ফাহাদ খান মায়ান্তিকে টুইটারে প্রশংসায় ভরিয়ে দিয়ে লিখেছেন, ‘তোমাকে একবার দেখলে আমার আর আইপিএল দেখতে ইচ্ছে করে না। আপনার মতো ব্যক্তিত্ব খুব কমই আছে। আপনাকে ডিনারে নিয়ে যেতে পারলে আমি গর্বিত হব। আপনি কত সুন্দর তা ভাষায় বোঝাতে পারব না।’
মায়ান্তি ল্যাঙ্গার তার ভক্তটিকে জবাব দিতে দেরি করেননি। মায়ান্তি বলেছেন, ‘ধন্যবাদ। আমি ও আমার স্বামী আপনার সঙ্গে ডিনারে যেতে রাজি।’
ক্রীড়া উপস্থাপিকা হিসেবে মায়ান্তি যথেষ্ট পরিচিত নাম। ক্রিকেট বিশ্বকাপ, কমনওয়েলথ গেমসসহ নানা টুর্নামেন্টে সুনামের সঙ্গে কাজ করছেন মায়ান্তি।