সন্ধ্যা আনুমানিক ছয়টা। কুড়িল বিশ্বরোডের মোড়ে এক পাগলিকে ঘিরে অনেক লোক দাঁড়িেয় আছে। পাগলির কোলে একটা ফুটফুটে বাচ্চা। উপস্থিত সবাই বলাবলি করছে বাচ্চাটা মনে হয় পাগলি কোথাও থেকে পেয়েছে। তবে বাচ্চাটা তার হাতে নিরাপদ নয়। পাগলির কোলে ফুটফুটে বাচ্চা, বাবা খুঁজে পাচ্ছে না পুলিশ।
বাচ্চাটার বৈশিষ্ট্য হল- মাত্র ২-৩ দিন হবে মাথার চুল কাটা হয়েছে। তার গায়ে হালকা আকাশী রংয়ের জামা। দেখতে অনেক সুন্দর। পরে জোর করে বাচ্চাটাকে পাগলির কাছ থেকে নিয়ে নেয়। সেখানের ট্রাফিকের ( টিআই অফিসার) সাহায্যে খিলক্ষেত থানায় ফোন দেওয়া হয়। তবে সেখানে একজন অবশ্য তার বাচ্চা বলে দাবি করছেেন।
কিন্তু মনে হয় না বাচ্চাটা তার। কারণ তার বাচ্চা নিশ্চয়ই এক পাগলির হাতে রেখে নিজেকে স্বাভাবিক ভাবে রাখতে পারতো না। যাই হোক খিলক্ষেত থানার পুলিশ সেখানে এসেছে এবং বাচ্চাটিকে তাদের হেফাজতে রেখেছে। পাশাপাশি দাবিকৃত ব্যক্তিকে নানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেউ যদি বাচ্চাটিকে চিনেন/ পরিচিত মনে হয়, তাইলে ক্ষিলখেত থানা পুলিশ সাথে যোগাযোগ করতে পারেন। অনুমান করা হচ্ছে, বাচ্চাটি খিলক্ষেত , কুড়িল, নিকুঞ্জ বা বিশ্বরোড এলাকার কারো হতে পারে।