জীবন কত মধুর এ জীবন – লিরিক্স

জীবন কত মধুর এ জীবন
জীবন ভালোবাসার এ জীবন
নয়ন দেখেছে আষাঢ়-শ্রাবণ
কান্না-হাসির দোলায়
দুলেছে প্রাণের ঝুলন
এই তো জীবন
জীবন কত মধুর এ জীবন

সুখে আর দুখে
জীবনের এই খেলাঘর
কখনো রাঙানো রঙে
কখনো ভেঙ্গেছে ঘর
কান্না-হাসির দোলায়
দুলেছে প্রাণের ঝুলন
এই তো জীবন
জীবন কত মধুর এ জীবন


ভাঙ্গা আর গড়া
চিরদিনের এই খেলা
কখনো কাঁদালে হায়
ভাসালে খুশিতে ভেলা
কান্না-হাসির দোলায়
দুলেছে প্রাণের ঝুলন
এই তো জীবন
জীবন কত ব্যথার এ জীবন
জীবন তবু মধুর এ জীবন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.