আমি মো. জাকির হোসেন বুয়েট (৯৯ ব্যাচ) থেকে পাশ করা একজন তড়িৎ প্রকৌশলী হলেও দীর্ঘদিন যাবত ম্যাথ, ফিজিক্স – এসব সহায়িকা বই লেখা
ও সম্পাদনার সাথে জড়িত। আমি লক্ষ্য করেছি যে, গণসংখ্যা নিবেশন সারণি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণসহ আরো অনেক হিসাব-নিকাশ আছে, যেগুলো ম্যানুয়ালি অর্থাৎ ধরে ধরে মাথা খাটিয়ে করতে বেশ বেগ পেতে হয়। এগুলোর সফটওয়্যার বেজড সলুশন বের করার পরিকল্পনা বহুদিন ধরেই ছিল আমার। অবশেষে সেটা করে ফেললাম।
শুধু নিজের জন্য নয়, বরং জনসাধারণের জন্য অর্থাৎ সকলের জন্য ক্যালকুলেটরগুলো উন্মুক্ত করে দিলাম। বিনিময়ে বিশেষ কিছু চাই না। তবে সামর্থ্য থাকলে ওয়েবসাইটিটির বিস্তারকল্পে কিছু ডোনেশন দিন প্লিজ, যাতে কয়েকজন মানসম্পন্ন ওয়েব ডেভেলপার ও প্রোগ্রামার নিয়োগ করে ওয়েবসাইটটিকে দ্রুত গতিতে সমৃদ্ধ করতে পারি।
এই সাইটটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য। এছাড়া যারা টিউশনি করেন এবং পাবলিকেশন্স এ কাজ করেন, তাদের জন্যও এ সাইটটি উপযোগী। প্রথমে পিওর ম্যাথ বেজড কন্টেন্ট বেশি থাকলেও পরবর্তীতে ফিজিক্স ও কেমিস্ট্রি বেজড ম্যাথগুলো নিয়ে আসব। এর পরে অর্থনীতি, ভূগোল, অ্যাকাউন্টিং,
ফিন্যান্স ও সকল প্রকার প্রকৌশল এর ম্যাথ নিয়ে আসব। অর্থাৎ এমন যত রকম ম্যাথ দুনিয়াতে আছে, যেগুলো ধরে ধরে করতে ঘাম ছুটে যায়, সেগুলোকে সফটওয়্যারের আওতায় নিয়ে আসব – অটোমেটেড করে ফেলব।
নিচে ফেসবুক গ্রুপের লিংক ও ইমেইল লিংক দেয়া হলো।
হোমপেজে ফিরে যেতে নিচের লিংকে ক্লিক করুন।
Homepage
শিক্ষানুরাগী ব্যক্তিগণ এই সাইটে ডোনেশন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন।
Pingback: Math calculators – সাধারণ মানুষের অভিজ্ঞতা